আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেনের বিরুদ্ধে ইউপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হচ্ছে, নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা না করে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরামর্শ সভায় যোগ দিয়ে দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাইছেন ও প্রচারণা চালাচ্ছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ বিধির ২২(১) অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না।
বিধির ২৩ অনুসারে নির্বাচনপূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে পারবেন না কিংবা এতদসংক্রান্ত সভায় যোগদান করতে পারবেন না।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে ভলাকুট ইউনিয়নে এক মতবিনিময় সভার ব্যানারে আয়োজিত এক জনসভায় সাংসদ ফরহাদ হোসেন দলীয় প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চান। একইদিন বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এক সভায় দলীয় প্রার্থী পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তিনি।
এর আগে, রোববার বিকেলে সাংসদ ফরহাদ হোসেন উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিশেষ কর্মীসভার নামে জনসভা করে দলীয় প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। একইদিন বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় শাহাজান উচ্চ বিদ্যালয়ের এবং সন্ধ্যায় একই ইউনিয়নের বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন সাংসদ ফরহাদ হোসেন। দুই জায়গায় বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ অক্টোবর সকাল ১১টায় ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার ডাকবাংলোতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গত ২২ অক্টোবর উপজেলার দাঁতমন্ডল আরঅ্যান্ড এইচ থেকে নাসিরপুর বাজার সড়ক মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দাঁতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠান, মতবিনিময় ও পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ফরহাদ হোসেন। সেখানে আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, আচরণ বিধিমালা অনুযায়ী সাংসদ কোনো ধরণের নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। কোনো প্রার্থী কোনো প্রকল্প উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। তবে সাংসদ নিজের অংশেরটা পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, নির্বাচনী আচরণবিধি ২০১৬ এর ধারা ৫ অনুসারে প্রতীক বরাদ্দের আগে কেউই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না। এর বাইরে কারোরই যাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর নাসিরনগরের ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল ২৭ অক্টোবর। ১৩টি ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সাতজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
-এএ