মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>
চট্টগ্রামের প্রবীণ আলেম লেখক ও অনুবাদক মাওলানা আব্দুল হাকীম চন্দনাইশী (৫৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
গতকাল সোমবার দিবাগত রাত চিকিৎসারত অবস্থায় নগরীর আন্দরকিল্লাহ জেনারেল হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে ও চার ছেলে সন্তান, স্ত্রীসহ অসংখ্য শিষ্য, সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চন্দনাইশ চৌধূরী পাড়া দিঘির পাড় জামে মসজিদ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস, ফকীহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
কর্মজীবনে তিনি বান্দরবান ইসলামি শিক্ষাকেন্দ্র, রাংগুনিয়াস্থ মদুনাঘাট ইউনুছিয়া মাদরাসা ও বোয়ালখালীস্থ জামেয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদরাসায় বিভিন্ন মেয়াদে মুহাদ্দিস হিসেবে একনিষ্টতার সাথে নিয়োজিত ছিলেন।
এছাড়া তিনি সুল্লামুল উলূম, শরহে তাহযীবসহ একাধিক কিতাবাদির অনুবাদ করেছে। যার ফল ভোগ করছেন হাজার হাজার ছাত্ররা। এছাড়া তিনি একজন দক্ষ, প্রাজ্ঞ ও বিদগ্ধ আলিম হিসেবে ভূষিত হয়েছে। মাঠে ময়দানে যেকোন সময় সোচ্চার ছিলেন। তাছাড়া চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার উপ-কমিটিতে আজীবন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার রেখে যাওয়া সন্তানদের মধ্যে মাওলানা মারুফ নগরীর একটি মাদরাসায় শিক্ষকতা করছেন। মাওলানা মাহমুদুল হাসান জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। আরেক সন্তান মাওলানা এনামুল হাসান জামিয়া পটিয়ায় উলুমুল হাদিসের পাণ্ডিত্য অর্জন করছেন এবং জুবাইর অধ্যয়ণরত আছে।
মরহুমের জানাজায় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও বান্দরবান জেলাসহ বিভিন্ন মাদরাসার পরিচালক, প্রতিনিধিদল ও আলেম ওলামা, সহকর্মী, শিষ্য ও ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।
-এএ