আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতেরা হলো, বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থক শাহ আলম (৪৫) ও স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউল্লাহর সমর্থক কাইয়ূম মিয়া (৩০)। তারা দুজনই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। গুলিবিদ্ধ ৫ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ইউপি নির্বাচনে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু। একই সঙ্গে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদউল্লাহ। এরই মধ্যে দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু।
আরও জানা যায়, এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অ্যাডভোকেট আসাদউল্লাহ। সর্বশেষ দলীয় চাপে মঙ্গলবার দুপুর ৩টার দিকে বর্তমান চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেয় আসাদুল্লাহ।
এতে আসাদুল্লাহ সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছিল। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহারের খবরে দীপুর সমর্থকেরা এলাকায় আনন্দ মিছিল বের করেন। এ সময় দীপু সমর্থকদের সঙ্গে অ্যাডভোকেট আসাদুল্লাহ সমর্থকদের কথাকাটাকাটি হয়। পরে উভয় সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ১০ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। ফোন ধরেননি স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ইউপি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গেছে। তবে কতজন আহত হয়েছে এখনো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
-এটি