আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্লবীতে একটি হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে চট্টগ্রামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৪ অক্টোবর) নগরীর কোতোয়ালির মোড় থেকে রিমন শীল (২০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিমন শীল নগরীরর ফিরিঙ্গিবাজার এলাকার ইয়াকুব নগরের বিজয় শীলের ছেলে। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মিরপুর ফকিন্নিরহাট এলাকায়।
র্যাবের দাবি, রিমন শীলই প্রথম ফেসবুকে এই ভিডিও আপলোড করেন।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গত ১৬ মে বিকেলে ঢাকার পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামের রিমন শীল প্রথম সেই ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ড বলে ফেসবুকে আপলোড করে। এরপর এই গুজব ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে প্রথম আপলোডকারী হিসেবে শনাক্তের পর রিমনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন শীল এই অপপ্রচার চালানোর কথা স্বীকার করেছেন।
এর আগে, একই ঘটনায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক সহকারী অধ্যাপকে গ্রেফতার করে র্যাব।
-এএ