আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি সিলেট জেলা শাখার সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি, বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন বলেছেন মসজিদ, মাদ্রাসার উন্নয়নে যার যার সামর্থ অনুযায়ী প্রবাসীদের পাশাপাশি দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
গতকাল (২৩ অক্টোবর) শনিবার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ী শিয়ালা হাওড় বাইতুল জান্নাহ শাহী জামে মসজিদের উন্নয়নে জনৈক প্রবাসী কর্তৃক প্রদত্ত নগদ এক লক্ষ টাকা মসজিদের ক্যাশিয়ার কারী মাওলনা শফিকুর রহমান এর নিকট প্রদান কালে এডভোকেট আল আসলাম মুমিন উপরোক্ত বক্তব্য রাখেন।
মসজিদ মাদরাসায় দান করলে এর প্রতিদান দুনিয়া ও আখেরাতে পাওয়া যায়। আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলতে মসজিদ-মাদরাসার বিকল্প নেই। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। আমাদের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞান না থাকার আভাবে আমরা সাম্প্রদায়িক জড়িয়ে পড়ি। ধর্ম নিয়ে এ ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে বেরি আসতে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড মেম্বার রইছ আলী, মসজিদ কমিটির মোতায়াল্লী আহমদ আলী, সাধারন সম্পাদক মোস্তফা মিয়া, মিজান মিয়া, কাঞ্চন মিয়া, সাদিক মিয়া, খলিল মিয়া, আফসার উদ্দিন, জুলকাস মিয়া, হোসাইন মিয়া, লতু মিয়া, আকিব আল লাবিব প্রমুখ।
-এটি