আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষিকা ফারহানার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক মুলতবি করায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করে ভুক্তভোগী ৪ শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে রবিব দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার আব্দুল লতিফ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বিকেলে ঢাকা অফিসে সিন্ডিকেট বৈঠক ডাকেন। যথা সময়ে এ বৈঠক শুরু হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি মুলতবি হয়ে যায়। এর পরপরই আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃবৃন্দ জরুরি সভা করে আবারও আন্দোলনের সিদ্ধান্ত নেন।
সকাল থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অস্থায়ী একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করে ভুক্তভোগী ৪ শিক্ষার্থী। এ ছাড়া কান্দাপাড়া এলাকায় অবস্থিত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।
এনটি