আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি মাওলানা আমানউল্লাহ আমানকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চলমান ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের দায়ে মাওলানা আমানউল্লাহ আমানকে বহিস্কার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) দলের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞত্তিতে বলা হয়েছে, ‘উপরি-উক্ত বিষয়ে আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর থেকে প্রাপ্ত ২০-১০-২০২১ইং তারিখের (সূত্র: আইএবি বরি মহা ০৬/২১) পত্রের আলোকে ইসলামী শ্রমিক আন্দোলন, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আমান উল্লাহ আমান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চলমান ২য় ধাপের তফসিলে অনুষ্ঠিতব্য ৮নং চাঁদপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুহাম্মদ আলী আজিম-এর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক অপরাধ বলে সাব্যপ্ত হয়’।
‘উপরোক্ত বিষয় প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সাহেবের নির্দেশক্রমে অভিযুক্ত মাওলানা আমান উল্লাহ আমানকে ইসলামী শ্রমিক আন্দোলন-এর প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হল’।
‘উক্ত নির্দেশনা বাস্তবায়নে যথাযথ কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ ভাবে বলা গেল। আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠায় খুলুসিয়াতের সাথে বেশী বেশী মেহনত করার তাওফিক দান করুন, আমীন’।
এনটি