মুযযাম্মিল হক উমায়ের: তিনি সাহাবিয়ে রাসূল হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণবতী মেয়ে৷ শুরুর দিকে তিনি হিসেব-নিকেশ করে খরচ করতেন৷ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এইভাবে হিসাব কষে কষে খরচ করতে নিষেধ করেন৷
যেটুকু সম্ভব হয় খরচ করার পরামর্শ দেন৷ তখন থেকে তিনি বেশি পরিমানে দান-সদকাহ করতেন৷ হিসেব-নিকেশ ছাড়া মুক্তমনে দান করতেন৷
তিনি নিজের মেয়ে ও ঘরবাসীদেরকেও বেশি বেশি দান করার উপদেশ করতেন৷ তাঁদেরকে বলতেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সার জন্যে অপেক্ষা করো না৷ প্রয়োজন সারার পর দান করার সুযোগ খুঁজো না৷ কারণ, যদি প্রয়োজনের অতিরিক্ত অংশ দান করার সুযোগ সন্ধানী হও, তাহলে আর দান করার সুযোগ কখনো আসবে না৷
তোমাদের দ্বারা আর দান করা সম্ভব হবে না৷ কারণ, দিন দিন প্রয়োজন বেড়েই চলতে থাকে৷ মানুষের প্রয়োজন কখনো কমে না৷ প্রয়োজন থাকা সত্ত্বেও দান করতে থাকো, কারণ, দান-সদকাহ দ্বারা কখনো সম্পদ কমে না৷ বরঞ্চ দান-সদকাহ দ্বারা সম্পদ বৃদ্ধির কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে৷ সুতরাং দান করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত অংশের অপেক্ষা করো না৷
একটি হাদিসে অভাব-অনটনের সময়ে করা দানকে সর্বোত্তম দান বলে উল্লেখ করা হয়েছে৷ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় দান করার তাওফিক দান করুন৷ আমীন৷ সূত্র: আকওয়ালে সালফ
-এটি