আওয়ার ইসলাম ডেস্ক: সূরা ফাতেহার মাহাত্ম ও ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, আমি তার শপথ। করে বলছি, সূরা ফাতেহার মত কোন সূরা তাওরাত, ইঞ্জীল, যাবুর এবং স্বয়ং কোরআনের মধ্যেও নেই।
মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ ইবনে কাসিরা হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতেহা প্রত্যেক রােগের ঔষধবিশেষ। (তিরমিযি)
হযরত আব্দুল মালেক ইবনে উমাইর রা. বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সূরা ফাতেহার মধ্যে যাবতীয় রােগের শেফা রয়েছে। দারামী ২/৫৩৮, মুনতাখাব হাদিস)
-এটি