আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর ডিসি ও এসপির অপসারণ দাবি করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
রোববার দুপুরে নোয়াখালীর চৌমুহনী হিন্দু সম্প্রদায়ের একাধিক মন্দিরসহ বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন রানা দাশগুপ্ত। এরপর তিরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং মঠ-মন্দিরের যা ক্ষতি হয়েছে তা পুনরায় নির্মাণ করে দিতে হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার মাধ্যমে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের দেশে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নকে বাধাগ্রস্থ করা। বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট করা এবং এই জাতীয় হামলার মধ্য দিয়ে সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের একাধিক মণ্ডপ পুলিশসহ বিভিন্ন পক্ষ বাদী হয়ে ছয়টি মামলা করেছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি এসব মামলায় ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান।
এনটি