শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

আজ বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে শুরু হচ্ছে ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আজ বিকেল থেকে মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বসুন্ধরায় অনুষ্ঠিত হবে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা।

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সুচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রাহমানী’র তত্ত্বাবধানে আগামী ১৪ অক্টোবর (৬ রবিউল আউয়া) বৃহস্পতিবার আসরের পর উদ্ধোধন হয়ে এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’ চলবে ১৫ অক্টোবর (৭ রবিউল আউয়াল) শুক্রবার মাগরিব পর্যন্ত।

ইজেতেমার সার্বিক বিষয়ে জানতে মুফতি আরশাদ রাহমানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আওয়ার ইসলামকে জানান, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’র সব প্রস্তুতি সম্পন্ন। গতরাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসতে শুরু করেছেন। আশাকরছি যথাসময়ে যথাযথভাবেই সুন্নতের আমলী মাশকের এ ইজতেমা শুরু হবে।

যাতায়াত- দেশের যেকোনো স্থান থেকে সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী, কমলাপুর বা সদরঘাট নেমে বাস যোগে বসুন্ধরা গেইট। বসুন্ধরা গেইট থেকে কেন্দ্রীয় জামে মসজিদ, মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ