শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

আজ বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে শুরু হচ্ছে ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আজ বিকেল থেকে মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বসুন্ধরায় অনুষ্ঠিত হবে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা।

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সুচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রাহমানী’র তত্ত্বাবধানে আগামী ১৪ অক্টোবর (৬ রবিউল আউয়া) বৃহস্পতিবার আসরের পর উদ্ধোধন হয়ে এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’ চলবে ১৫ অক্টোবর (৭ রবিউল আউয়াল) শুক্রবার মাগরিব পর্যন্ত।

ইজেতেমার সার্বিক বিষয়ে জানতে মুফতি আরশাদ রাহমানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আওয়ার ইসলামকে জানান, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’র সব প্রস্তুতি সম্পন্ন। গতরাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসতে শুরু করেছেন। আশাকরছি যথাসময়ে যথাযথভাবেই সুন্নতের আমলী মাশকের এ ইজতেমা শুরু হবে।

যাতায়াত- দেশের যেকোনো স্থান থেকে সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী, কমলাপুর বা সদরঘাট নেমে বাস যোগে বসুন্ধরা গেইট। বসুন্ধরা গেইট থেকে কেন্দ্রীয় জামে মসজিদ, মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ