মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আগুনে পুড়লো আড়াই কোটি টাকার কারেন্ট জাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে আট লাখ বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

উদ্ধার করা হয় ৩০ কেজি মা ইলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম।

তিনি জানান, কাজিপুরা, চরকালিপুরা ও চর ঝাপটা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় আট লাখ বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এসময় ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৩ কেজি মা ইলিশও জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত নৌকাগুলো নৌ পুলিশের হেফাজতের রেখে মালিকের সন্ধান করা হচ্ছে। এছাড়া জব্দকৃত ৩০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আট লাখ মিটার বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীর তীরে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায় বলেও তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ