আওয়ার ইসলাম ডেস্ক: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুর্বৃত্তের দায়ের কোপে তুহিন আহমদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। তুহিন স্থানীয় বাবনিয়া হাসিমপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তুহিন স্থানীয় রাঙিছড়া বাজার থেকে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাঙিছড়া বাগানের পার্শ্ববর্তী এলাকায় তাদের পানবাগানের উদ্দেশে রওনা দেয়। পানবাগানে তার বাবা সাজ্জাদ মিয়া ছিলেন। সেখানে কাজ করে তিনি (সাজ্জাদ মিয়া) অসুস্থ হয়ে পড়েন। তাকে রান্না করে খাওয়ানোর জন্য চাল, ডাল কিনে রওনা দেয় তুহিন।
কিন্তু সকাল পর্যন্ত পানবাগানে না যাওয়ায় এবং বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে তার লাশ রাঙিছড়া চা বাগানের এক নম্বর সেকশনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুলাউড়া থানা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের ঘাড়ে ধারাল দায়ের কোপ ছিল। ধারণা করা হচ্ছে পেছন থেকে হয়তো কোন দুর্বৃত্ত তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় হত্যা মামলা হবে। তবে পরিবার সন্দেহজনক কারও নাম বলতে পারছে না বলেও জানান তিনি।
এনটি