মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার যৌথ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আহমেদ সিদ্দিকী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১১ অক্টোবর) সকাল ৯টায় আনোয়ারা চাতুরী চৌমুহনী আল মদিনা রেস্টুরেন্টে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, ইসলামের পক্ষে ভোট দিলে ভোট পচে না। বরং সে ভোট পচে যায়, যে ভোটের ফলে দুর্নীতিতে দেশ বার বার চ্যাম্পিয়ন হয়। দুর্নীতিবাজ ও লুটেরাদের বিপরীতে ইসলামের পক্ষে হাতপাখা নিয়ে সারা দেশে ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা থাকবে।

‘জন প্রতিনিধিরা হলো জনগনের খাদেম (সেবক)। অথচ দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা জনগনের ত্রাণের অর্থ লুট করে নিজেদের পকেট ভারি করছে। সকল দুর্নীতিবাজদের মূলোৎপাটনে সৎ, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার বিকল্প নেই। হাতপাখার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করলে তারা জনগনের জান, মাল, ইজ্জত, আব্রুর নিরাপত্তা দিবে। একটি কল্যাণ ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে খোদাভীরু, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য।’

তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার প্রার্থীকে সকল বাধা উপেক্ষা করে মাঠে থাকার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, খালি মাঠে কাউকে গোল দিতে দেওয়া হবে না। সংসদ থেকে স্থানীয় সকল নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার প্রার্থী থাকবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের কোন লক্ষণ নেই উল্লেখ করে, মেরুদন্ডহীন নির্বাচন কমিশন ও সরকারের কড়া সমালোচনা করেন তিনি।

তিনি বলেন,দলীয় সরকারের অধীনে সুষ্টু নির্বাচন আশা করা বোকামী। সরকার প্রহসন ও পাতানো নির্বাচন করে জনগনের সাথে তামাশা করছে। আগামী ইউনিয়র পরিষদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলার (কর্ণফুলী, আনোয়ারা,বাঁশখালী) ৩০ টি ইউনিয়নে হাতপাখার প্রার্থী দেওয়ার সকল প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদারের সঞ্চালনায় যৌথ সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদর মাওলানা মোজাম্মেলুল হক কাসেমী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসাইন আসিফ, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রশিক্ষণ ও দাওয়াহ বিষক সম্পাদক মুহাম্মদ আব্বাস উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফ, কর্ণফুলী উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন মিসবাহ প্রমুখ।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সদর মাওলানা মোজাম্মেলুল হক কাসেমীর মুনাজাতের মধ্য দিয়ে যৌথ সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ