সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ: ইন্ধনদাতাদের সতর্ক করলেন প্রেস সচিব

জাতীয় সিরাত প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মোস্তফা ওয়াদুদ।।

রাসূল (সা.)এর প্রকৃত জীবনাদর্শ উম্মাহর মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার লক্ষে মাহে রবিউল আউয়াল ১৪৪৩ হি.উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজন করেছে “জাতীয় সিরাত প্রবন্ধ প্রতিযোগিতা”।

প্রতিযোগিতার দুটি পর্বের প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয়পর্ব। দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষার্থীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

জেলা পর্ব
স্তরভেদে শিক্ষার্থীগণ তিনটি গ্রুপে বিভক্ত হয়ে জেলা পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন-
ক গ্রুপ: ক গ্রুপে যেসকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন-
১.কওমী মাদ্রাসা: ইবতেদাইয়্যাহ থেকে মুতাওয়াসসিতাহ (নাহবেমীর) পর্যন্ত শিক্ষার্থীগণ।
২.আলীয়া মাদ্রাসা: ইবতেদাইয়্যাহ ১ম শ্রেণী থেকে দাখিল ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ।
৩.স্কুল (কারিগরি ও ইংলিশ মিডিয়ামসহ): ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ ।
কগ্রুপের প্রবন্ধের শিরোনাম থাকবে “রাসূল (স.) এর জন্ম ও লালনপালন”।

খ গ্রুপ: খ গ্রুপে যেসকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন-
১. কওমী মাদ্রাসা: হেদায়াতুননাহু থেকে শরহে বেকায়া পর্যন্ত শিক্ষার্থীগণ।
২. আলীয়া মাদ্রাসা: দাখিল ৮ম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীগণ।
৩. স্কুল (কারিগরি ও ইংলিশ মিডিয়ামসহ): ৮ম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক (ডিপ্লোমা এ লেভেল) পর্যন্ত শিক্ষার্থীগণ।
খ গ্রুপের প্রবন্ধের শিরোনাম থাকবে “রাসূল (স.) এর নবুওয়াত লাভ ও পরবর্তী মাক্কী জীবন”।

গ গ্রুপ: গ গ্রুপে যেসকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন-
১. কওমী মাদ্রাসা: ফজিলত (হেদায়া/জালালাইন) থেকে তাকমিল পর্যন্ত শিক্ষার্থীগণ।
২. আলীয়া মাদ্রাসা: ফাজিল (ডিগ্রী/অনার্স) ও কামিল শ্রেণীর শিক্ষার্থীগণ ।
৩. বিশ্ববিদ্যালয় ও কলেজ (পলিটেকনিকসহ): স্নাতক (ডিগ্রী/অনার্স/বিএসসি) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীগন।
গ গ্রুপের প্রবন্ধের শিরোনাম থাকবে “রাসূল (স.) এর মাদানী জীবন”।

জাতীয় পর্ব
জেলা পর্যায়ে ক, খ এবং গ গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীরা জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। জাতীয় পর্বের প্রবন্ধের শিরোনাম থাকবে নিম্নরূপ:
ক গ্রুপ: হিলফুল ফুজুল ও সমাজ বিনির্মাণে আদর্শ সংগঠন
খ গ্রুপ: ওহীর সূচনা ও দাওয়াতের প্রারম্ভিক পদ্ধতি
গ গ্রুপ: মদীনা সনদ ও আদর্শ রাষ্ট্রবিধান

পুরস্কার
প্রথম পুরস্কার: ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
দ্বিতীয় পুরস্কার: ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
তৃতীয় পুরস্কার: ১০,০০০/- (দশ হাজার) টাকা।
পুরস্কারের পরিমাণ সকল গ্রুপের জন্য সমভাবে প্রযোজ্য। এছাড়া জেলাপর্বে বিজয়ীদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।

নিয়মাবলী:-
• প্রবন্ধটি অবশ্যই বাংলা ভাষায় হতে হবে।
• ক গ্রুপের লেখা সর্বোচ্চ ৬০০ শব্দ, খ গ্রুপের লেখা সবোর্চ্চ ১০০০ শব্দ এবং গ গ্রুপের লেখা সবোর্চ্চ ১৫০০ শব্দের মধ্যে হতে হবে।
• জেলাপর্বে লেখা পাঠানোর সময় প্রতিযোগির নাম, পিতার নাম, শ্রেনী, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও ফোন নম্বর লিখতে হবে।
• জাতীয় পর্বের জন্য লেখা পাঠানোর সময় প্রতিযোগির নাম, পিতার নাম, গ্রুপ, জেলা, ফোন নম্বর এবং জেলা পর্বে কত তম বিজয়ী তা লিখতে হবে।
• জাতীয় পর্বে পাঠানো লিখাতে অবশ্যই সংশ্লিষ্ট জেলা ছাত্র জমিয়তের সভাপতির সত্যায়ন থাকতে হবে।
• জেলা পর্বে লেখা পাঠনোর শেষ তারিখ ২৪/১০/২০২১ইং।
• জাতীয় পর্বে লেখা পাঠনোর শেষ তারিখ ১৫/১১/২০২১ ইং।

লেখা পাঠানোর ঠিকানা:-
• জেলা পর্বের জন্য লেখা পাঠাতে হবে এই মেইলে— [email protected] অথবা ডাক বা কুরিয়ার যোগে এই ঠিকানায়—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রিসোর্সফুল পল্টন সিটি, ১৫,১৫/ এ, ১০ম তলা, পুরানা পল্টন ঢাকা—১০০০। অথবা ছাত্র জমিয়ত বাংলাদেশের সংশ্লিষ্ট জেলা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করেও লেখা জমা দেয়া যাবে।

 জাতীয় পর্বের জন্য লেখা পাঠাতে হবে এই মেইলে[email protected] অথবা ডাক বা কুরিয়ার যোগে এই ঠিকানায়—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রিসোর্সফুল পল্টন সিটি, ১৫,১৫/ এ, ১০ম তলা, পুরানা পল্টন ঢাকা—১০০০।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
ফরিদ আহমদ আকন্দ
কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ
ফোন— 01773486489

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ