আওয়ার ইসলাম ডেস্ক: দেশজুড়ে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৭০ হাজার গাছ রোপণ করছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত সেবামূলক সংস্থা ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’।
সারাদেশে রোপণ করা গাছের মধ্যে রয়েছে উন্নত জাতের নারিকেল, আম রূপালী, অধিক ফলনশীল লিচু ও বারোমাসি লেবু এবং অ্যারাবিয়ান খেজুরের চারা।
বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গত ২৯ সেপ্টেম্বর থেকে। এখনো এই কর্মসূচি চলমান রয়েছে।
সারাদেশে ইতোমধ্যে ৪৯ হাজার ৫২৯টি চারা রোপণ করা হয়েছে। তন্মধ্যে ময়মনসিংহে ৪ হাজার ৭২৮টি, শেরপুরে ৬০০টি, দিনাজপুরে ২ হাজার ১৫৫টি, নীলফামারিতে ১০ হাজার ৭৬টি, নাটোরে ৭৬৫টি, ঢাকা জেলায় ৬ হাজার ৩৭৩টি, মানিকগঞ্জে ৬৩০টি, মাগুরায় ৮ হাজার ২৫৫টি, ফরিদপুরে ১৫ হাজার ৯৪৭টি চারা বিতরণ করা হয়েছে৷
পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার, এবং কুমিল্লায় পর্যাপ্ত সংখ্যক গাছ রোপণ করা হবে। আগামী ১২ অক্টোবরের মধ্যে এই বছরের বৃক্ষরোপণ-কার্যক্রম সমাপ্ত হবে বলে আশা ব্যক্ত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আওয়ার ইসলামকে বলেন, ‘বর্ষার ঠিক শেষের সময়টা বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। যার যার সাধ্য অনুযায়ী গাছ লাগান। গাছ লাগানো অবহেলিত সাদাকায়ে জারিয়ামূলক সওয়াবের কাজ। এতে পরিবেশ সুরক্ষিত হয়। অভাবী মানুষকে উন্নত জাতের ফলজ গাছের চারা কিনে দিলে এতে তারাও স্বাবলম্বী হতে পারবে’।
এনটি