বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ৩০ দিন ব্যাপী কেন্দ্রীয় হুফফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ দিন চলবে এ শিক্ষক প্রশিক্ষণ।
চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
খানা ও ভর্তিসহ প্রশিক্ষণের ফি নির্ধারণ করা হয়েছে ৫হাজার টাকা।
হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন বেফাকের প্রশিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণের আলোচ্য বিষয়:
মাখরাজ, সিফাত, লাহান-লাহজা, তেলাওয়াত বিশুদ্ধ ও সুন্দর করার পদ্ধতি, হদর, তারতীল, তাদভীর, পাঠদান পদ্ধতি।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যা আবশ্যকীয়:
প্রয়োজনীয় বিছানাপত্র, পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন-এর ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে নিয়ে আসতে হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ: ০১৭৩৬-৭১৪২৬২
এনটি