মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সিলেট আত-তাওহীদ ছাত্র সংসদের পরিচিতি ও শপথ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সিলেট শহরের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া দারুল কুরআন সিলেট’র আত-তাওহীদ ছাত্র সংসদ ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে জামিয়ার হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

দুই অধিবেশনে আত-তাওহীদ ছাত্র সংসদ এর সভাপতি জামিয়ার মুহাদ্দিস মাওলানা রায়হান উদ্দীন ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার সভাপতি মাওলানা এরশাদ খান আল-হাবীব এর সভাপতিত্বে এবং সাইফুর রহমান ও ফয়সল আহমদের যৌথ পরিচালনায়

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান, সেক্রেটারী মাওলানা লুকমান হাকিম, জামিয়ার শিক্ষা পরিচালক হাফিজ মাওলানা মুফতী মাসুম আহমদ, মুহাদ্দিস ও মুফতী আজিজ আহমদ, মুহাদ্দিস হাফিজ মাও. মঈনুল ইসলাম, শিক্ষক মাওলানা কাউসার আহমদ, মাওলানা মাহমুদ হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, হাফিজ আব্দুল মুহাইমিন, প্রবীণ ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুর রহমাস, নবীন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, সংগীত পরিবেশন করেন আকরাম বিন বাহার।

অনুষ্ঠানে আত-তাওহীদ ছাত্র সংসদের দায়িত্বশীলদেরকে শপথ পাঠ করান জামিয়ার শিক্ষা সচিব মুফতী মাসুম ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার শপথ পাঠ করান সিলেট জেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ