মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনতা বাড়াতে রেলওয়ে কর্মকর্তাদের প্রতিনিধি দল একটি বিশেষ ট্রেনে লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা করেছেন।

গতকাল বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া রেল স্টেশনে পথসভা করেন রেলওয়ে কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদের নেতৃত্বে এক কোচ বিশিষ্ট বিশেষ ট্রেনটি বুধবার সকাল ৯টায় লালমনিরহাট থেকে যাত্রা শুরু করে। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন থামিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা ছাড়াও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদেরকে প্রতিরোধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। দীর্ঘ ১২৩ কিলোমিটার রেলপথ অতিক্রম করে বিশেষ ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া রেল স্টেশনে পৌঁছে।

সেখানে উপস্থিত লোকজন ও মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে মৃত্যুদণ্ড থেকে সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। চলতি বছরের গত ৯ মাসে রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্থানে ১৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। এছাড়াও ২০১৮ সালে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ের একজন ট্রাফিক পরিদর্শক নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বগুড়ার গাবতলী, আদমদীঘি, বোনারপাড়া, গাইবান্ধা, বামনডাঙ্গা, তিস্তা, পীরগাছাসহ বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রবণতা রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে কিছুদিন আগে জয়পুরহাটে একজন পাথর নিক্ষেপকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সেই পাথর নিক্ষেপকারী জানায়, তার বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার সময় হর্নের বিকট শব্দে অতিষ্ট হয়ে তিনি পাথর নিক্ষেপ করেছেন। এছাড়াও রেল লাইনের ধারে ছোট শিশুরা খেলার ছলে পাথর নিক্ষেপ করে থাকে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ