মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জেলাব্যাপী ব্যাপক কাজের রোডম্যাপ ঘোষণা করলো সিলেট জেলা ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় বৈঠকে সামনের ৩ মাসে তৃণমূলে ব্যাপক কাজের সিদ্ধান্ত ও রোডম্যাপ করা হয়।

০৭ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বৈঠকে হওয়া সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বর্ধিত সভা, ১৫ নভেম্বরের ভেতরে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনপূর্বক উপজেলা কমিটি গঠন করা, জেলাধীন প্রতিটি ক্যাম্পাসে কমিটি গঠন করার প্রক্রিয়া জোরদার করা, ক্যাম্পাস শাখা গঠন উপলক্ষ্যে যুগ্ম-সম্পাদক কাওসার আহমদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট উপকমিটিও গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমদ, অর্থ সম্পাদক সালমান চৌধুরী, প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, সাহিত্যসম্পাদক আব্বাস উদ্দিন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল কাশিম, পাঠাগারসম্পাদক ফয়সল আহমদ, সমাজসেবা সম্পাদক জাহিদ আল হাসান, ছিদ্দিক আলম, সুফিয়ান আহমদ, শামসুল ইসলাম, আব্দুল্লাহ মাহফুজ, প্রমুখ।
পরিশেষে সিলেট জেলা ছাত্র জমিযতের সভাপতি আব্দুল হামিদ খান বলেন।

সংগঠনহীন ক্যারিয়ার আর ক্যারিয়ারহীন সংগঠন কারো জন্যই কল্যাণকর নয়। এটা না ইসলাম চায় আর না ইসলাম বলে। কাজেই ক্যারিয়ার ও সংগঠনের কাজ গুরুত্বসহকারে করতে হবে। ক্যারিয়ার দিয়ে সংগঠনকে পরিচালনা করতে হবে এবং সাংগঠনিক যোগ্যতা দিয়ে নিজেদের ক্যারিয়ারকে সমাজজীবনে কাজে লাগাতে হবে।

কেন্দ্রীয় ছাত্র জমিয়তের নির্দেশনা, সংবিধান ও মুরব্বীদের পরামর্শের আলোকে শতভাগ আনুগত্য, ত্যাগ, পরিশ্রম করে সাংগঠনিক কাজ চালিয়ে যেতে তিনি সবাইকে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ