সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>
সারা দেশের মতো সিলেটেও আজ বুধবার থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে টিসিবি এ উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিসিবি জানায়, দুর্গাপূজা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি ভর্তুকি মূল্যে দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় করবে। এ বিক্রয় কার্যক্রম আজ ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাক সেল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা দরে।
-এএ