আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের জিইসিমোড়ে হোটেল পেনিনসুলার নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছেন, হোটেল পেনিনসুলা ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের নিচ তলায় কোল্ডষ্টোরে মূলত আগুনের সূত্রপাত হয়। কোল্ড ষ্টোরে বিভিন্ন পণ্যের মজুদ রাখা হতো।
অগ্নিকাণ্ড হোটেল পেনিনসুলার খাদ্য গুদাম সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের ও ধোয়া দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পরিচালক শামিম আহসান চৌধুরী জানিয়েছেন, সড়কে ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। কোল্ড ষ্টোর এয়ার টাইট হওয়ার কারণে ধোয়া সৃষ্টি হয়েছে বেশি।
আশপাশের বাসা থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলতে পারবে। তবে বড় ধরনের ক্ষতি থেকে হোটেল রক্ষা করা গেছে বলে জানান তিনি।
-এএ