আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। শনিবার বিকেলে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এতে বঙ্গবন্ধু, গোয়েন্দা সংস্থা ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা–কর্মীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন। এ নিয়ে এক সপ্তাহ ধরেই মহানগর এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন নেতা–কর্মীরা। এর মধ্যে শনিবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
পূর্বঘোষণা অনুযায়ী বিকেল চারটা থেকেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী, কলেজ গেট ও হোসেন মার্কেট এলাকায় একত্র হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে টঙ্গীর স্টেশন রোড এলাকা ও চেরাগ আলী এলাকায় টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মেয়রের বহিষ্কার দাবি করেন।
বিকেল পাঁচটায় স্টেশন রোড এলাকায় সরেজমিন দেখা যায়, সড়কের দুই পাশেই টায়ারে আগুন দিয়েছেন নেতা–কর্মীরা। আগুনের চারপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশও তাঁদের চারপাশে দাঁড়িয়ে আছে নির্বিকার।
-কেএল