মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নাটোরে বাস মলিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রমিক পেটানোর অভিযোগে নাটোরের বাস মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর ও সিংড়া সমিতির সাথে পুলিশ সুপার লিটন কুমার সাহার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

পরে পুলিশ সুপারের দেয়া সঠিক বিচারের আশ্বাসে নাটোরের বাস মলিক-শ্রমিকরা তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। নাটোর ও সিংড়া সমিতির মধ্যেকার বিরোধ নিরসনের লক্ষে দু’পক্ষের সাথে কাল শনিবার পুলিশ সুপারের সাথে পুনরায় বৈঠকের কথা রয়েছে।

উলে­খ্য, দুইজন শ্রমিককে মারপিটের প্রতিবাদে নাটোরের বাস মালিক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতীসহ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। শুধুমাত্র নাটোরের বাস মালিক ও শ্রমিকরা এই ধর্মঘট শুরু করে। তবে নাটোরের ওপর দিয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে নাটোর ও সিংড়া সমিতির মধ্যেকার বিরোধ মিমাংশায় বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে বসেন। কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

তবে শনিবার পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে নাটোর সমিতিকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে নাটোর সমিতি সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ