মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে এক মর্মান্তিক দুর্ঘটনায় মোরশেদুল ইসলাম (৩১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো একজন।

নিহত মোরশেদুল ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে তৌহিদুল হক সুমন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্যা মিয়ারঘাটা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

৯৯৯ এ কল পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অনুপম দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পেছন হতে আসা দ্রুতগতির সিএনজি চালিত অটোট্যাক্সি তাদের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মোরশেদ নিহত হন এবং সুমন মারাত্মকভাবে আহত হন।

উদ্ধার কাজে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, ‘চিৎকার শুনে আমি ঘর হতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯৯৯’এ কল করি এবং আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। সেই সঙ্গে নিহতের লাশটি সড়ক হতে সরিয়ে নেই। পানি দ্বারা সড়ক পরিষ্কার করি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে কেউ দেখেনি।

নিহতের মা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তৌহিদুল হক সুমনের অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনাটি ঘটে। সাত মাস পূর্বে তিনি আরব আমিরাত হতে দেশে আসেন। সিপিআর টেস্টের কারণে বিদেশ যাওয়া আটকে ছিলেন। চার ভাই তিন বোনের মধ্যে মোরশেদ দ্বিতীয়।

ঘটনাস্থলে উপস্থিত নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অনুপম দাশ বলেন ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ