মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করল শায়খ আহমদ উল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে শায়খ আহমদ উল্লাহর আস- সুন্নাহ ফাউন্ডেশন।

আজ  (২৯ সেপ্টেম্বর) বুধবার ময়মনসিংহের ফুলবাড়ীয়ার জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদরাসায় (ভালুকজান মাদরাসা) এ কর্মসূচির উদ্বোধন করেন শায়খ আহমদ উল্লাহ।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন শায়খ আহমদ উল্লাহ।

এ সময় শায়খ আহমাদুল্লাহ সাথে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও জামিয়া আরাবিয়া বাহরুল উলুমের পরিচালক মাওলানা আবু হানীফা নোমান।

No description available.

এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য জামিয়া আরাবিয়া বাহরুল উলুমের পরিচালক মাওলানা আবু হানীফা নোমান ছাত্রদের মাধ্যমে একদিন সময় নিয়ে পুরো এলাকায় গাছ লাগাবেন বলে জানিয়েছেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে শায়খ আহমদ উল্লাহ বলেন, ওলামায়ে কেরাম চান আপনাদের এলাকার প্রত্যেকেই যেন স্বাবলম্বী হন। তাই এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।

No description available.

এ সময় তিনি বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সব থেকে উত্তম রিযিক হলো নিজের হাতে যা কামাই করা হয়। তিনি বলেন, বিভিন্ন নবী রাসুলদের জীবন ইতিহাস ঘাটলে দেখা যায় তারাও বৃক্ষরোপণ করেছেন। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও নিজ হাতে খেজুর গাছ রোপন করেছেন।

আস- সুন্নাহ ফাউন্ডেশন থেকে  তিনভাবে গাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলো-

১. প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে গাছ পাঠানো।

২. স্থানীয়ভাবে সরাসরি কৃষক ও সাধারণ মানুষের হাতে হাতে গাছ পৌঁছে দেওয়া।

৩. ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে নির্দিষ্ট স্থানের বিভিন্ন প্রতিষ্ঠানে রোপণ করা হচ্ছে।

No description available.

যাদের মধ্যে চারা বিতরণ করা হচ্ছে, প্রত্যেকের নাম-ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষণ করা হচ্ছে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে। গাছের দেখভাল ও পরিচর্যা ঠিক মত করা হলে যত্নশীলদের জন্য আরো উন্নত জীবিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শায়খ আহমদ উল্লাহ।

No description available.

আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী দিনে আম রূপালী, উন্নত জাতের লিচু এবং বারো মাসি লেবু ও নারিকেলের চারাসহ মোট ৪৭২০টি চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও সারাদেশে  আগামী দশদিনের মধ্যে ৭০ হাজার গাছ বিতরণ করা হবে আস- সুন্নাহ ফাউন্ডেশনেসর পক্ষ থেকে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ