সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

অফিসে ভুল কমানোর সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এমন অনেক খুঁটিনাটি চর্চা আছে, যা আপনাকে একটি পরিপূর্ণ নির্ভুল কর্মজীবন গড়ে তুলতে সাহায্য করবে। এ ক্ষেত্রে কী করবেন জানা থাকা ভালো।

১. গুরুত্বপূর্ণ কাজ শেষ করার আগে যাচাই করুন। যাচাই না করে কাজ দিয়ে দেওয়া বড় ধরনের ভুল চর্চা। কাজ শেষ করার পর পড়ার অভ্যাস করুন।

২. কেউ যখন কাজে অভ্যস্ত হয়ে যায়, তখন অবচেতন মনেও সে একইভাবে কাজটিই করতে পারে। তাই চর্চা করে ভালো অভ্যাস গড়ে তুলুন। ভালো অভ্যাস কাজ করতে সাহায্য করে।

৩. কাজ করতে করতে ব্যক্তিগত স্মৃতিচারণা বা সহকর্মীর সঙ্গে গল্প করার অভ্যাস কাজে বিপদ ডেকে আনতে পারে।

৪. খুব তাড়াহুড়ো করবেন না। যদি তাড়াহুড়ো করা আপনার চরিত্রের ধরন হয়, তাহলে অনেকবার চেক করুন। কাজের সময় প্রয়োজনে মোবাইল ফোন বন্ধ রাখুন। অন্য সহকর্মীদের অনুরোধ করুন যাতে উচ্চস্বরে কথা না বলেন। এই চর্চা আপনাকে দ্রুত ওপরে উঠতে সাহায্য করবে।

৫. অফিস থেকে চলে যাওয়ার আগে আপনার নথি ও টেবিল পরিকল্পনা গুছিয়ে রাখুন। আজ যেখানে রাখলেন, কাল তা অন্য জায়গায় রাখবেন না। একটা নির্দিষ্ট স্থানে রাখুন। তাড়াহুড়ো করতে গিয়ে যাতে ভুল না হয়ে যায়।

৬. ভালো অভ্যাস গড়ে তোলারও কৌশল ও পরিকল্পনা থাকে। শুরুতে আপনি পাঁচটি ভালো অভ্যাসের তালিকা করুন। দশ দিনের পরিকল্পনা করুন। প্রতিদিন আপনি এই পাঁচটি অভ্যাস চর্চা করবেন। এই চর্চা একসময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। চাইলেও আর ভুল করতে পারবেন না। ৭. কোনো বাধা পেলে শুরুতেই হাল ছেড়ে দিয়ে অন্যের সাহায্য চাইবেন না। আগে নিজে উপায় বার করুন। এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলবে।

৮. মানসিক চঞ্চলতা ও মনের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি। নইলে চর্চা শুরু হলেও ভালো অভ্যাসে পরিণত হওয়ার আগেই আবার সব হারিয়ে যেতে পারে।

৯. ভুল হলে শুধরানোর বিকল্প পথ আগেই ভেবে রাখা দরকার। তাতে যথাসময়ে ক্ষতির হাত থেকে নিজেকে ও প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন।

১০. মানসিক শক্তি সবচেয়ে বড় শক্তি। মনের শক্তিতে শক্তিশালী হয়ে ওঠার চর্চা করুন। কোন চর্চা সঠিক আর কোনটা ভুল বেশির ভাগ সময় আপনি নিজেই বুঝে ফেলবেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ