মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে এএসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের হারাগাছে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত এএসআই পিয়ারুল ইসলাম মারা গেছেন।

শনিবার বেলা সোয়া ১১টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।

এর আগে শুক্রবার মধ্যরাতে হারাগাছ সাহেবগঞ্জ এলাকায় মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাঝরাতে দিকে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদক কারবারি ও মাদকসেবীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি পলাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। রংপুরের শিল্প নগরী খ্যাত হারাগাছ বিড়ি শিল্পের জন্য বিখ্যাত।

আবার রংপুর জেলার মধ্যে হারাগাছ মাদকের জন্যও বিখ্যাত। রংপুর জেলার মধ্যে হারাগাছে সবচেয়ে মাদক বেচাকেনা বেশি বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ