রফিকুল ইসলাম জসিম
মণিপুরি মুসলিম প্রতিনিধি>
মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি মুসলিম তরুণ শিক্ষার্থীদের নিয়ে লেখালেখি চর্চা ও সমাজ উন্নয়নের অংশ হিসেবে মণিপুরি মুসলিমের একটি পর্যটক স্থানের উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার) ২৪ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় আদমপুরের মৌলানা আব্দুস সোবাহান ইসলামী গন পাঠাগারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে তরুন শিক্ষার্থীদের লেখালেখি বিষয়ে দক্ষ ও সমাজ উন্নয়নে তাদের অবদান রাখার অংশ হিসেবে লেখনী প্রতিভার প্রকাশ ঘটানোর লক্ষ্যে এই আয়োজন হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের পর্যটক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ক্যারিয়ার বিষয়ক অঙ্গনের নানাবিধ সুযোগ সুবিধার কথা তিনি তুলে ধরেন।
তিনি আরো বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়। এই আয়োজনের মাধ্যমে সমাজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পারবে। আবার সমাজে শিক্ষা ব্যবস্থা ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে নিজেদের ধারণা উপস্থাপন করতে পারবে।’
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে রাখেন এই আয়োজনের উদ্যোক্তা রফিকুল ইসলাম জসিম তরুণ মণিপুরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী বিষয়ে লেখালেখিতে মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন। পাশাপাশি তিনি নিজেদের সমাজের শিকড় ভুলে না যাওয়ার কথাও বলেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে লেখালেখি আগ্রহীদের গাইড লাইনের বার্তা পৌঁছে যাচ্ছে তরুণ শিক্ষার্থীদের মধ্যে। ফলাফল হিসেবে তারা আর্দশ সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে স্বপ্ন দেখছেন। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে আরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পাবে।’
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আগামী অক্টোবর মাসে মণিপুরি মুসলিম একটি পর্যটক স্থান ও ভ্রমণের আয়োজন হবে। এ ছাড়াও লেখালেখি কার্যক্রমের অংশ হিসেবে বছরব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, নিয়মিত মাসিক সাহিত্য ও বইপাঠ কার্যক্রম সমূহ তুলে ধরে আত্ম-উন্নয়নে আগ্রহী ও লেখালেখি বিষয়ে আগ্রহী ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজ পরিবর্তনের অংশ নিতে বিশেষ আগ্রহী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহ্বান জানান উপস্থিত সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় শিক্ষার্থী হিসেবে উপিস্থিত ছিলেন, জাহিদ হোসেন বাপ্পি ( দক্ষিণ তিলকপুর) জসিম উদ্দিন ( উত্তর গোলের হাওর) মোঃ জহিরুল ইসলাম (ফুলতলী) আলিম উদ্দিন (কোনাগাঁও) রসিদ উদ্দিন (গোলের হাওর) সাইফুর রহমান ( শুকুর উল্লার গাঁও) রফিবুল ইসলাম ( কালারায়বিল) রফিকুল হাসান (দক্ষিণ গোলের হাওড়), মোঃ সাজ্জাদ হোসেন (দক্ষিণ কুমড়া কাপন) মোঃ মোস্তাফিজুর রহমান ( কুমড়া কাপন) প্রমুখ।
-এটি