মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বালাগঞ্জে খেলাফত মজলিসের শুরা অধিবেশন, ৩ ইউপি'র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: খেলাফত মজলিজ বালাগঞ্জ উপজেলার ষাণ্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃ্হস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। শুরা অধিবেশনে উপজেলার শাখার ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় শুরার পরামর্শের ভিত্তিতে দলের পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন নির্বাচনে ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নে মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, ২নং দেওয়ান বাজার ইউনিয়নে হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক ও ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে মাওলানা আশিকুর রহমানকে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।

উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনায় অনুষ্টিত শুরায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, মাওলানা আশিকুর রহমান, জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী, জেলার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আসগর।

শুরা সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি, মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু,
সহ-সধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, মু. আব্দুর রশিদ মেম্বার, মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির লায়েক, বায়তুলমাল সম্পাদক মু. আবু শাহাজান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সহ-অফিস সম্পাদক মু. আব্দুল মুহিত, প্রচার সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান।

সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বেলাল আহমদ তালুকদার, উলামা বিষয়ক মাওলানা আব্দুল আজিজ, সহ-উলামা বিষয়ক মাওলানা হুসাইন আহমদ, সদস্য মু. আব্দুল হাফিজ, মাওলানা ফারুক আহমদ,মাওলানা হুসাইন আহমদ আওলাদ,মাওলানা আব্দুল মুমিন, সাংবাদিক হেলাল আহমদ, শাহ ইফতিহার হোসেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ