মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আটকের ১১ ঘণ্টা পর তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে আটকের ১১ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আটকের পর রাত ৮টার দিকে পতাকা বৈঠক শেষে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত আফতাব হোসেনের পুত্র তাজুল ইসলাম (২৮), সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিরচর গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আনোয়ার হোসেন এবং একই এলাকার শহি আলমের পুত্র আহিদুল ইসলাম (১২)।

পরে বুধবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির ময়দান বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মো. খোরশেদ আলী বাদী হয়ে অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা দায়ের করে ওই ৩ জনকে থানায় সোপর্দ করেন।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় দালালের মাধ্যমে কাজ করার জন্য ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫ এর ৮ সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ওই ৩ জন। এরপর ৯৮৩ এর ১০ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকায় ভারতের দীঘলটারী বিএসএফ বিওপির টহল দল তাদের আটক করে। পরে বিজিবির মাধ্যমে আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত দেওয়ার কথা জানায় বিএসএফ।

এরই পরিপ্রেক্ষিতে রাত ৮টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৫ এর ৮ এস সাব-পিলারের পাশে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আটককৃতদের হস্তান্তর করে বিএসএফ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৩ জনকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেন মোহাম্মদ জামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ