আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যৌতুকের জন্য নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী দেলোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিতার মা রশিদা বেগম বাদি হয়ে মামলা দায়ের করলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের শরীরে মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী দেলোয়ারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর ) দুপুর আড়াইটায় উপজেলার রুপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূ রিতা আক্তার (২৭) নওগার বদলগাছী উপজেলার ভোলার পলিশা গ্রামের মো: ইব্রাহিম খানের মেয়ে। অভিযুক্ত দেলোয়ার হোসেন স্থানীয় রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সাইফুল ইসলামের ছেলে।
জানা যায়, স্বামী দেলোয়ার হোসেন স্ত্রী রিতা আক্তারকে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে যৌতুকের দাবিতে মারপিট করে। পরে ঘটনাটি আড়াল করার জন্য রিতা স্ট্রোক করেছে বলে প্রচার করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূ রিতা আক্তারকে মৃত দেখতে পায়। বুধবার সকালে সে তাড়াহুড়া করে স্ত্রীর লাশ দাফনের চেষ্টা করে।
এ সময় নিহতের পিঠে ও কপালে জখমের চিহ্ন পাওয় যায়। পরে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের ছোট মেয়ে আনিকা (৬) কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ঘটনার দিন রাতে তার পিতা দেলোয়ার হোসেন মা রিতা আক্তারকে মারধর করেছে।
-এএ