আব্দুল্লাহ আফফান: চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে মেধাবী, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও দরসী কিতাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সংগঠনটির ব্যানারে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানার বড়বলদিয়া দারুল উলুম ফাতেমাতুজ্জহুরা (রাঃ) মহিলা মাদ্রাসায় এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ নাসিরুদ্দিন।
আয়োজিত বই বিতরণ কর্মসূচিতে মাদরাসা কর্তৃপক্ষ বলেন, সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ, নবগঠিত একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন, কমিটি গঠনের ১০ দিনের মাথায় তালিবুল ইলমদের জন্য এতো বড় খেদমতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন, যা আমাদের মাদরাসা এবং শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সহযোগিতা। আমরা এতে অনেক আনন্দিত। সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের পড়াশোনার সুব্যবস্থা করে দেওয়ার জন্য এবং এ সংগঠনের দীর্ঘায়ু কামনা করছি।
আয়োজিত কর্মসূচিতে সংস্থার সভাপতি বলেন, আমরা সব সময়ই আলেম-ওলামা, ত্বলাবাসহ অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
আয়োজিত বই বিতরণ কর্মসূচি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এতে পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম, আলোচনা ও বই বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা বশির আহমদের মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
এছাড়া আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাওলানা শফিকুল ইসলাম, পোর কমিটির সভাপতি মুফতী আখতারুজ্জামান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, এম এ তালহা সুরুজ, মাওলানা আরজ, হাফেজ আল আমিন প্রমুখ।
-এএ