মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকের ৩ কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার আলী আহম্মদ, দ্বিতীয় কর্মকর্তা হাবিবুর রহমান এবং কর্মকর্তা আশরাফ হোসেনকে দুটি ধারায় ৭ বছরে কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় প্রদান করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৯ সালে ৯ ডিসেম্বর কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখায় ব্যাংক কর্মকর্তা আসামি আশরাফ হোসেন জনৈক নূর হোদা, পিতা মৃত মনিরুজ্জামানের নামে একটি ব্যাংক একটি হিসাব খুলেন। হিসাবটিতে ভুয়া টিটির মাধ্যমে ৪০ হাজার টাকা জমা করে। এবং পরে নূর হোদার কাছ থেকে একটি চেক গ্রহণ করে আশরাফ হোসেন ৪০ হাজার টাকা উত্তোলন করেন।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের সহকারি পরিচালক সৈয়দ আহমদ বাদী হয়ে ২০২১ সালে ১১ নভেম্বর মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় শুনানি শেষে সোমবার দুপুর সাড়ে ১২টায় আদালত এই রায় প্রদান করেন। রায় প্রদান কালে আসামি আশরাফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।

দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ জজ আদালতের কমিশনের পিপি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান রতন।

আইনজীবী লুৎফর রহমান রতন বলেন, আসামিদের বিরুদ্ধে এটি দুর্নীতির মামলা। আসামিরা যোগসাজশের মাধ্যমে ভুয়া টিটির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সঠিক না। তারা উচ্চ আদালতে ন্যায়বিচার পারেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ