মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে সাংবাদিকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুই মামলায় শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের খবর প্রকাশের ঘটনায় দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ রনিকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাংবাদিক শাহ মোহাম্মদ রনি জাগ্রত বাংলা’র পাশাপাশি দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক।

রোববার (১৯ সেপ্টেম্বর) সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মাছুম ইকবাল।

এর আগে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের আয়মান বিনতে ফেরদৌস (নূপুর) এর অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং অন্যান্য বিষয় নিয়ে গত ২৯ মে দৈনিক জাগ্রত বাংলা’য় খবর প্রকাশিত হয়। পরে এ বিষয়ে সংক্ষুব্ধ হয়ে গত ৩০ মে রাতে নূপুরের বাবা আব্দুল ওয়াদুদ অদু ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শাহ মোহাম্মদ রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর গত ৩ জুন রাতে নূপুরের কর্মস্থল ঝিনাইগাতী খাদ্য গুদামের নৈশ প্রহরী একরামুল ইসলাম ঝিনাইগাতী থানায় আরেকটি মামলা দায়ের করেন। পরে সেসব মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান সাংবাদিক শাহ মোহাম্মদ রনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ