মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইকরাম হোসেন ওরফে সবুজ মিয়া (৪৫) ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইকরাম হোসেনের নামে আশুলিয়া থানায় চাঁদাবাজি, চুরি ও প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে। সে ওই মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪টি ফৌজদারী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে রয়েল এক্সপ্রেসের একটি পরিবহন চুয়াডাঙ্গায় আসে। বাসের যাত্রী ইকরাম হোসেন ভাড়া দেয়া নিয়ে চালক জালাল হোসেনের সাথে বাকবিতণ্ডা করেন। ইকরাম হোসেন নিজেকে পুলিশের উপ-পরির্দশক (এসআই) পরিচয় দেন। তিনি কোন ভাড়া দেবেন না বলে বাসচালককে সাফ জানিয়ে দেন।

পরে বাসটি শহরের একাডেমি মোড়ে পৌঁছালে সদর থানার টহলরত পুলিশকে বিষয়টি জানান বাসচালক জালাল। তার পরিচয় যাচাই বাছাই করে ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করে নেয়া হয় সদর থানায়। পরে সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশকে গ্রেফতার ইকরামকে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ