মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

হাটহাজারী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উত্তর চট্টগ্রামে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলি রেজিমেন্ট এর ১৫ বিএনসিসি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন- কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ। কর্মসূচিতে অংশ নেন ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান, প্লাটুন কমান্ডার (মহিলা) পিইউও মৌসুমি বিশ্বাস এবং প্লাটুন কমান্ডার (পুরুষ) পিইউও মো. আবু তালেব।

এছাড়া এতে আরও অংশগ্রহণ করেন সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. বশির আল হেলাল, সার্জেন্ট মো. ইব্রাহিম আলী, কর্পোরাল মো. মনির হোসেন, ক্যাডেট সার্জেন্ট রবিউল হোসেন, মো. রাকিব, আকিবুল হাসান প্রমুখ।

কর্মসূচি পালনকালে কলেজ অধ্যক্ষ গুল মোহাম্মদ পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্যাডেটদের বৃক্ষরোপণ করার জন্য উৎসাহিত করে বলেন, বিএনসিসি’র ক্যাডটরা সবসময় বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। দেশ সেবা, চরিত্র গঠন, সুশৃঙ্খল জীবনযাপন সর্বোপরি নিজেকে যোগ্য কোরে তোলার জন্য বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য বিএনসিসি’র সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ