আওয়ার ইসলাম ডেস্ক: শেরপুরের নকলা উপজেলা বাইপাস সড়কের উত্তর পাশ থেকে আলমগীর (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নকলা থানার পুলিশ।
বুধবার রাতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় ১৯ কেজি ৫০০ গ্রামের ১০টি পলিথিন মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। আলমগীর নেত্রকোনার পূর্বধলা উপজেলার মহেন্দ্র পুর গ্রামের আ. রহমানের ছেলে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২ জন মাদক কারবারি পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, নালিতাবাড়ী উপজেলা কামাল ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাছ থেকে পাচারের উদ্দেশ্যে নকলা হয়ে পূর্বধলা উপজেলার চিহ্নিত মাদক কারবারি কুলসুমা কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে নকলা বাইপাস সড়কে এসে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, মাদকদ্রব্য বিস্তার রোধে সরকার জিরো টলারেন্স। তাই নকলা উপজেলায় মাদকের ভয়ঙ্কর ছোবলে যুব সমাজ জীবন যেন ধ্বংস না হয় সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
-এএ