মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ .- এর স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম।।

চুয়াডাঙ্গা  থেকে>

মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর জীবন, অবদান ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা 'সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ'।

আজ (১৭সেপ্টেম্বর) শুক্রবার সকালে সদর থানার বেলগাছি, মুসলিমপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আলোচকরা বলেন, আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. আমাদের সকলের মুরব্বি। তিনি আমাদের ছায়ার মতোই ছিলেন। ইতিপূর্বে আল্লামা শাহ আহমদ শফী রহ., আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. আমাদেরকে এতিম করে চির বিদায় নিয়েছেন, তারই ধারাবাহিকতাতে বাবুনগরী রহ. এর ইন্তেকালের ২০ দিনের মাথায় আল্লামা চাটগামী রহ ও আমাদেরকে এতিম করে চলে গেলেন এ বিয়োগ ব্যথা কখনোই সইবার মতো নয়।

আলোচকরা আল্লামা চাটগামী রহ. এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী (রহ.) পাকিস্তানের সুপ্রিমকোর্টর বিচারপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তখন পাকিস্তানের ক্ষমতার মসনদে ছিলেন ভূট্টো। সুপ্রিমকোর্টের বিচারপতি বানানোর জন্য ভূট্টো সরকারের পক্ষ থেকে জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া বিন্নুরী টাউন মাদরাসার প্রধান বরাবর চিঠি আসলো চিঠিতে বলা হলো- আপনাদের পক্ষ থেকে মুফতী আব্দুস সালাম চাটগামী সাহেবকে ইসলামাবাদ পাঠান। আমরা তাঁকে সুপ্রিমকোর্টের বিচারপতি বানাবো।বান্নুরী টাউনের উস্তাদগণ মুফতী আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহুকে বললেন, ভূট্টো সরকারের পক্ষ থেকে সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার জন্য আপনাকে তলব করা হয়েছে।

সর্বশেষ আলোচকরা বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী (রহ.) চিঠির উত্তরে বলেছিলেন, ' যেই (ভূট্টোর) নারী নেতৃত্বের বিরুদ্ধে আমি ফতওয়া দেই, সেই ভূট্টোর অধীনে আমি কিভাবে চাকুরী করতে পারি! সুপ্রিমকোর্টের বিচারপতির এই পদ আমার প্রয়োজন নেই'। আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহু ছিলেন পদ-পদবী ও দুনিয়া বিমুখ নিভৃতচারী একজন ফকিহ, আল্লাহর ওলী। আল্লাহ তায়া’লা হযরতকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মাওলানা বশির আহমাদ। সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সরওয়ার হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা আমির খসরু, মাওলানা আবু তালহা সুরুজ, মাওলানা জামাল উদ্দিন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ