নুর আহমেদ সিদ্দিকী।।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নীতি নির্ধারকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আনোয়ারা চাতুরী চৌমুহনী আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা ছগির আহমদ চৌধুরীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সহিধারার ইসলামী সংগঠন। নিরেট ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশব্যাপি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আল্লাহর রহমত। অন্যান্য শাখার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলাও। সেই জন্য তৃণমূল থেকে সংগঠনের মজবুতি সময়ের দাবি। আগামী ইউনিয়ন নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে হাতপাখার প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। আগামী ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ৩০টি ইউনিয়নে হাতপাখার প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। সে লক্ষ্যে অঙ্গ ও সহযোগি সংগঠনের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে।
সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, ইমলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি যুব নেতা মাস্টার আবু ফাইজা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আবরার হানিফ মারুফ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বামুক দক্ষিণের সদর মাওলানা মোজাম্মেল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী ,ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন আসিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমান উল্লাহ হাসান, মাওলানা মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন মুনতাসির, অর্থ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান বাদশা, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, সহপ্রচার সম্পাদক হাফেজ আলমগীর ইসলামাবাদী প্রমুখ।
-এএ