আওয়ার ইসলাম ডেস্ক: সাভার উপজেলা উলামা পরিষদের স্মরনসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন হেফাজতে ইসলামের প্রয়াত আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচলানা বোর্ডের সদস্য আল্লামা জুনায়েদ বাবুনগরী ও ও আরেক পরিচালক আল্লামা আব্দুস সালাম চাটগামী ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ৷
আজ বৃহস্পতিবার ১৬ আগষ্ট দুপুর ২ টা থেকে জামিয়া ইসলামিয়া কর্নপাড়া সাভার মাদ্রাসার কম্পাউন্ডে অনুষ্ঠানে বক্তরা এসব কথাবলেন।
তারা আরো বলেন, আজীবন ইসলামী জ্ঞানের সেবা করেছেন তারা৷ জাতিকে আলোর দিশা দিয়েছেন৷ তাদের সমৃদ্ধ জ্ঞান চর্চার আলোকে অসংখ্য ছাত্র কোরআন হাদীসে পান্ডিত্য অর্জন করেছে৷ জাতীয় ও ইসলামী অঙ্গনে তারা অসামান্য অবদান রেখেছেন৷ আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর হিসেবে আপোষহীনতার উদাহরন সৃষ্টি করেছেন৷ তাদের হারিয়ে আজ জাতি অনেক বড় সম্পদ থেকে বঞ্চিত হয়েছে৷ তাদের দেখানো তাকওয়া, দুনিয়াবিমুখতা, বাতিলের সামনে মাথা নত না করার আদর্শ যুগ যুগ ধরে সত্যানুসারীদের জন্য পাথেয় হয়ে রইবে৷
সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজমের সভাপতিত্বে এবং সহসভাপতি মফতি রফিকুল ইসলাম সরদার ও সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উলামা পরিষদের উপদেষ্টা ও জাতীয় আইম্মা পরিষদের আমীর আল্লামা মহিউদ্দিন রব্বানী, বিশেষ অতিথি ছিলেন পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানী ও আল্লামা সাঈদ আহমদ লাকসামী৷ স্মরনসভায় আরো বক্তব্য রাখেন মুফতী কাওসার হুসাইন, মুফতী সুলতান মাহমুদ, মুফতী মাহফুজ হায়দার কাসেমী সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ৷ পরিশেষে এই দুই বুযুর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
-এটি