মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>
গত ১২ সেপ্টেম্বর দীর্ঘ সতেরো মাস পরে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী ও অভিভাবকদের মনে বইছে আনন্দের জোয়ার। কিন্তু হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অনেক শিক্ষার্থী স্কুল-কলেজ দীর্ঘ বিরতির মাঝে ঝড়ে পড়েছে । কিশোরগঞ্জের হাওরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষাবৃত্তি প্রদান করছে সামাজিক সেবা সেবামূলক সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।
এতে শিক্ষার্থীদের এক বছরের পড়াশুনা সামগ্রী বাবদ নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
তরুনদের সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর এমন উদ্যোগে খুশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবার। তাদের এ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম।
করোনা ভাইরাসের প্রথমদিকে ১৫ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে বিভিন্ন সময়ে হাসপাতাল, মসজিদসহ গুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করে সংগঠনটি।
গত রমজানে মাসব্যাপী কিশোরগঞ্জ জেলা শহরে সুবিধাবঞ্চিতদের জন্য দুই টাকায় ইফতার সেবা, অসহায় শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ, হাওরের অলওয়েদার সড়কে দুর্ঘটনা প্রবণ এলাকায় সতর্কতামূলক ব্যানার স্থাপন, হাওরের দরিদ্র শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, তরুণদের সঙ্গে মাদকবিরোধী মতবিনিময় সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের সদস্যরা- মোজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, ওমর নাসিফ, রাহুল, ওমায়ের আরাফ, ফারদিন নিবিড়, সাদ ভূঁইয়া, ইফতি, নিকেতন, সৌরভ, জুনায়েদ, ফাওজান, ফুয়াদ, মাহি, রেদওয়ান সাকিব, মিল্লাত।
-এএ