জুনাইদ আহমদ: আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহু'র মুখনিঃসৃত প্রতিটি কথা ছিল যেন হিরে মোতি পান্না। মুসলিম উম্মাহর ঈমান-আকিদা রক্ষার অতন্দ্র প্রহরী, উপমহাদেশের প্রথিতযশা হাদীস বিশারদ,যুগের বান্নুরী,ইলমে হাদীসের মুকুট বিহীন সম্রাট শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহু'র মুখ নিঃসৃত প্রতিটি কথাই ছিল মুক্তা তুল্য। তাঁর প্রতিটি কথাই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো।
[caption id="" align="aligncenter" width="315"] এই কিতাবটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত অন্যান্য দরসি কিতাব সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
শায়েখের অসংখ্য স্বর্ণতুল্য বাণী থেকে এখানে ৮ টি তুলে ধরা হলো-
১- আধুনিক এ যুগে দুনিয়ার সকলের স্লোগান হলো"ইসলামকে যুগোপযোগী করতে হবে।অথচ এটা ভুল কথা।ইসলামকে যুগোপযোগী করা যাবে না বরং যুগকে ইসলাম উপযোগী করতে হবে।
২- মিডিয়ার সাথে তাল মিলিয়ে যখন ইসলামের অন্যতম ফরজ বিধান জিহাদকে সন্ত্রাস আখ্যা দেয়া হচ্ছে ঠিক তখনি আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহু বিশ্ববাসীর সামনে বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, জিহাদ কোন সন্ত্রাস নয় বরং সন্ত্ৰাস দমনের মাধ্যম। শান্তি প্ৰতিষ্ঠায়,তাগুতের মোকাবেলায় ইসলামী জিহাদই আমাদের একমাত্র মুক্তির পথ।
৩- ব্যক্তি যত বড়ই হোক না কেন ব্যক্তি দিয়ে কুরআন-হাদীসকে যাচাই নয় বরং কুরআন-হাদীস দিয়ে ব্যক্তিকে যাচাই-বাছাই করতে হবে।
৪- ঈমান ও ইসলামের সম্পর্কে কোন কাঁটাতার বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।
৫- একমাত্র পদ ও অর্থের লোভই প্রতিষ্ঠান-সংগঠনকে ধ্বংস করে।
৬- যখন যেখানে যেভাবে হক বলার প্রয়োজন তখন সেখানে সেভাবে নির্ভিকতার সাথে বলিষ্ঠ কণ্ঠে হক বলতে হবে।
৭- বাতিলের সাথে কোন আপোষ করা যাবে না।
৮- জিহ্বা হলো নরম আর দাঁত হলো শক্ত কিন্তু দাঁত পড়ে যায় অথবা হেলে যায়, জিহ্বা পড়ে না। সুতরাং নরম থাকতে হবে শক্ত মেজাজের নয়। হাদিস শরীফেও নরম হওয়ার কথা আসছে, শক্ত মেজাজের হলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। তখন কোন কাজও হবে না। লাইনচ্যুত হয়ে যাবে।
[caption id="" align="aligncenter" width="337"] এই কিতাবটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত অন্যান্য দরসি কিতাব সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
আল্লাহ তায়া’লা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহু'র মহামূল্যবান নসিহত গুলোর উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।
-কেএল