মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ভাসানচর থেকে রোহিঙ্গা পালাতে সহায়তাকারী ৬ দালাল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সহায়তাকারী ৬ রোহিঙ্গা দালালকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রোহিঙ্গা আশ্রয়নের ক্লাস্টার -১০ রুম নম্বর এফ-১০-এর আবু সাইদের ছেলে মো. সাবের (২১), ক্লাস্টার ২৪ রুম নম্বর-এইচ-৫-এর ইয়াসিনের ছেলে জুবায়ের (২০), ক্লাস্টার-৭ রুম নম্বর এফ-১৩-এর দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন (২৬), ক্লাস্টার ২৪ রুম নম্বর সি-৬-এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে রফিক (১৮), ক্লাস্টার ২৪, রুম নম্বর এইচ-১১-এর জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯) এবং ক্লাস্টার ১০ রুম নম্বর ডি-১১-১২-এর হাবিবুলাহর ছেলে আবদুল গফফার (৩২)।

পুলিশ সুপারের দফতর থেকে আরও জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিরা চিহ্নিত দালাল। তারা টাকার বিনিময়ে অন্য রোহিঙ্গাদের পালাতে সহায়তা করতো বলে নিজেরাই স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আজ সকালে ভাসানচর থানায় মামলা দায়ের করেছেন ভাসানচর থানায় এসআই মো. আবুল কালাম।

‘মামলায় গ্রেফতার ৬ জনসহ এজাহারভুক্ত ২১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৩ জনকে আসামি করা হয়েছে। বিকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ