শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

‘শেষ হলো অপেক্ষা, শুরু হলো ক্বালা হাদ্দাসানার দরস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদ আলী।।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিন ক্লাস চলতো মাদরাসায়। হাফ ক্লাসের কারণে বৃহস্পতিবারটা একটু বেশি আনন্দঘন মনে হতো রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসার নাহবেমীর জামাতের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমানের কাছে। করোনার সংক্রমণ কারণে লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আজ আবার মাদ্রাসা খুলেছে, এখন থেকে আবারও আব্দুল্লাহ-আল-নোমান উপভোগ করবে বৃহস্পতিবার-এর আনন্দ ও শুক্রবারের ছুটি।

হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহারসহ বাড়তি সতর্কতা চোখে পড়েছে আজকে মাদরাসায়। উপস্থিত সবার মুখেই ছিল মাস্ক।

আব্দুল্লাহ-আল-নোমান বলছিল, দীর্ঘদিন ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বাবা-মার কত বারণ, অপেক্ষায় থাকতাম কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, সেই অপেক্ষার শেষ হলো আজ, মাদ্রাসায় আসতে পেরে অনেক ভালো লাগছে, এখন থেকে নিয়মিত ক্লাস হবে, বন্ধুদের সাথে গল্পগুজব করা যাবে। আবদুল্লাহ আল নোমানের ভাষায়, মাদ্রাসায় পড়াশোনা এবং বন্ধুদের সাথে যতটা মজা করে সময় কাটানো যায়, তা অন্য কোথাও হয়না।

মাদ্রাসায় সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারার এ আনন্দ শুধু আবদুল্লাহ আল নোমানের নয়, পুরো দেশের শিক্ষার্থীদের।

যাত্রাবাড়ী মাদ্রাসার আরেক শিক্ষার্থী সাঈদ সালমান তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, 'দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান শুরু হয়েছে। আজকে প্রথম ক্লাস ছিল, একদম ভিন্ন রকন অনুভূতি। বিশাল আয়তন আর সুন্দর আয়োজনে চলছে ক্বালা হাদ্দাসানার দরস। এর থেকে নয়নাভিরাম দৃশ্য দুনিয়ায় আর কী হতে পারে?

যাত্রাবাড়ী মাদ্রাসার দায়িত্বশীল এক শিক্ষক জানান, দীর্ঘদিন পর আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলল, এতদিন শিক্ষার্থীদের সাথে নানা উপায়ে যোগাযোগ রক্ষা করা হচ্ছিল, তবে এবার সরাসরি তাদেরকে দেখতে পাচ্ছি, এতে যে প্রশান্তি রয়েছে তাতো বলে বোঝানোর মত নয়।

তিনি আরো জানান, মাদ্রাসার পক্ষ থেকে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করছি।

May be an image of 2 people, people standing, people sitting and outdoors

দেশের মাদ্রাসাসহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা একে অপরের সাথে কোলাকুলি করেছেন, দীর্ঘদিন পর একসাথে হওয়ার আনন্দ অনুভূতি শেয়ার করেছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ