মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহা. খলিলুর রহমান।

মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সৃষ্টি যার বিধান তার' একথা সকল ধর্মের ধর্মীয় গুরুরা অবিশ্বাস করে।এ হিসাবে এই পৃথিবীর একমাত্র মালিক মহান রব্বুল আলামীনা। এখানে তার বিধানেরই চলবে।দ্বিমত পোষন করার কোন অবকাশ নেই।

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে মুসলমানদের পাশাপাশি ক্ষুদ্রনৈগোষ্ঠীরা ও বসবাস করে। তাই তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানে সেদিকে লক্ষ্য রেখে ইসলামী আন্দোলনের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়েয়ে যেতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচনায় অংশগ্রহণ করেন- ইসলামী আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, জেলা শাখার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, জেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. রবিউল মিয়াজী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ