আওয়ার ইসলামে ডেস্ক: জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস, নয়াসড়ক মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার, ও বাঘা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, শায়খ মাওলানা আব্দুশ শাকুর সুনামগঞ্জী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন)
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাদ জুমা সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেন তিনি। এর আগে তিনি দীর্ঘ ১ মাস হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। জানা গেছে, মাওলানা আব্দুশ শাকুর এর আগেও কয়েকবার স্ট্রোক করেছিলেন।
সিলেট উপশহর বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার মসজিদে তিনি দীর্ঘদিন ইমামতি করেছেন। কিতাব মুতালাআ, দারস ও তাদরিস ছিল তার সবসময়ের ব্যস্ততা।
আজ বাদ নামাজে এশা সিলেট দরগাহে হযরত শাহজালাল রাহ. জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম মাওলানা আব্দুশ শাকুর সুনামগঞ্জ জেলার তাহিরপুরের ঐতিহ্যবাহী বালিজুরী গ্রামে মরহুম হাফিজ শমশের আলীর ঔরসে জন্মগ্রহণ করেন। শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহীম উলুতুলু রহ. এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই মাওলানা আব্দুশ শাকুর রহ. এর শিক্ষা জীবনের সোনালী ইতিহাস শুরু হয়।
১৪০৫ হিজরি সনে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা থেকে আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ বোর্ডে দাওরায়ে হাদীস (টাইটেল) পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন। মাওলানা হারুনুর রশীদ আহমদী সুনামগঞ্জী রহ. ছিলেন তার ছাত্র জীবন ও প্রথম কর্ম জীবনের একান্ত সাথী। এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সাবেক এমপি ও শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দিন বসন্তপুরী প্রমূখ ছিলেন মরহুমের সহপাঠী।
এমডব্লিউ/