মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী প্রতিনিধি>
দারুল উলূম হাটহাজারী মাদরাসার দুটি (মাকবারা) কবরস্থান রয়েছে। একটি মাদরাসা সীমানার সামান্য উত্তরে নূর মসজিদ সংলগ্ন মাকবারায়ে হাবীবী, দ্বিতীয়টি মাদরাসার ভেতরে বাইতুল আতীক মসজিদ সংলগ্ন মাকবারাতুল জামিয়া।
আজ (১০ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পর করবস্থানে গিয়ে দেখা যায়, হাটহাজারী মাদরাসা মসজিদ ও পাশের নূর মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে শত-শত মুসল্লী জামিয়ার কবরস্থানে এসে কবর জিয়ারত করছেন। দুপুর দেড়টা থেকে সোয়া দুটা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট কবর জিয়ারতে ভীড় লেগেই ছিলো।
জুমা ছাড়াও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর মাদরাসার ছাত্র-শিক্ষক, স্থানীয় জনসাধারণ ও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লীদের জিয়ারত করতে দেখা যায়।
মূলত এখানে শুয়ে আছেন, হাটহাজারী মাদরাসার দীর্ঘ ৩৪ বছরের সফল মুহতামিম, আমীরে হেফাজত, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ., শাইখুল হাদীস ও আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.। গত এক বছরের ব্যবধানে দেশের শীর্ষ এই তিন মনীষীকে জামিয়ার এ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
এছাড়াও এখানে দাফন করা হয়েছে, হাটহাজারী মাদরাসার দীর্ঘদিনের শিক্ষাপরিচালক মাওলানা হারুন রহ. ও প্রখ্যাত দাঈ মাওলানা শহীদুল্লাহ রহ. কে।
এনটি