মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দু'বার করোনার টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার রংপুরে পাঁচ মিনিটের ব্যবধানে আছিয়া খাতুন (৭৯) নামে একজনকে পরপর দু'বার করোনার টিকা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক ঘণ্টা ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনকে একই দিনে একাধিকবার টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ আছিয়া খাতুনের ক্ষেত্রে এ ঘটনা ঘটল।

আছিয়ার পুত্রবধূ রওশন আরা বলেন, স্বামী, শাশুড়িসহ সকাল সাড়ে ১১টায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে যাই। সেখানে বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হলে একটি কক্ষে আমার শাশুড়িকে প্রথমে ডান হাতে একটি টিকা দেওয়া হয়। এরপর আমি টিকা নিয়ে ওই কক্ষে এসে দেখি আবারও তার ডান হাতে টিকা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আমার শাশুড়িকে কিছুক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দেন।

বৃদ্ধাকে দু'বার টিকা দেওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, আমরা ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। কোনো সমস্যা না হওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তার খোঁজ-খবর রাখা হচ্ছে।

রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে এখনও অবহিত করা হয়নি। খোঁজ নিয়ে দেখব।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ