আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল-খুলনাসহ আন্তঃজেলার ৮ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৬ থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়।
এর আগে ঝালকাঠীতে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে মালিক-শ্রমিক সংঘর্ষে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ।
এতে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পাথরঘাটা, পিরোজপুর, ভান্ডারিয়াসহ আন্তঃজেলার বিভিন্ন রুটের হাজারো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
একাধিক শ্রমিক সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা রুটের বাস সোহাগ পরিবহনে লোকাল যাত্রী নেওয়া হচ্ছিল। এতে বরিশাল-পিরোজপুর রুটের লোকাল বাস সৌদিয়া পরিবহনের বাস মালিকের ছেলে ও বাসটির সুপারভাইজার সাইদুল ইসলাম বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক ও শ্রমিকপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় সাইদুলের হাত ভেঙে যায়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঝালকাঠি বাস টার্মিনালে সালিশির মাধ্যমে উভয় পক্ষের সমঝোতার সিদ্ধান্তে এই আন্তঃজেলার ৮ রুটে রোববার সকাল ৬টা থেকে বাস চলাচলা স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী।
-এএ